এসো এবার নিজের দিকে তাকানো যাক
দৃশ্যপট ৩
চোখ দুটো বুজে - নিজেকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে এবার বিচার করো
বিবেকটা কোথায় ছিলো এতদিন?
বুকের পাঁজরে-কিনবা মস্তিষ্কের ভেতর
নেই-নেই কোন খানেই নেই
হারিয়ে গিয়েছে শেষ মঞ্চায়নের পর্দার আড়ালে
সেখানে অভিনেতা ছিলো -অভিনেত্রি ছিলো
দর্শক ছিলো
কিন্তু কোন যবনিকা ছিলোনা-
কোন আলো ছিলোনা
কোন শব্দ ছিলোনা
তাই আধারের ভেতর থেকে শুকরের মত কিনবা বিশাল হিংস্র
বা হিংস্রতর কোন পশুর মত অবিবেচক হয়ে ধর্ষনদৃষ্য দেখে
হেসেছিলো -দাঁতের পাটি বের করে
কিনবা হয়েছিলো ধর্ষনকারী
তাই তোমার বিবেকটা- নেই। ।
দৃশ্যপট ৫
তোমার ভেতর এত লোভ কেন?
কোথায় ছিলো তোমার জন্মের সময় এত লোভ?
কোথায় ছিলো?-কোথায়?
ছোট ছিলে ভাল ছিলে-
বড় হতে হতে তোমার লোভ বেড়ে গেল কেন?
কেন?
জানোনা-বাল্যশিক্ষা বইয়ে আছে-
"লোভে পাপ-পাপে মৃত্যু"???
তোমার চোখের মনিগুলো তবে কেন লোভে চকচক করে?
কেন লোভে শুকিয়ে আসে -জিহবা-বুক...
দিন দিন যে তুমি লোভের কাছে হেরে যাচ্ছো
বুঝতে পারছো?
দৃশ্যপট ১
কোথায় তুমি?
আমি তো তোমাকে দেখতে পাচ্ছিনা-দেখছি তোমার কালো ছায়া
তোমার ছায়ার চোখে কাম-
কামে তেলতেলে হাত-পা জঠর-আর মেরুদন্ড
তুমি বা তোমার ঐ গোপন অংগ তাই কামে কামে
বেড়ে ওঠে -দাঁড়ায় বা বসে-বা শুয়ে পড়ে
তুমি কামার্ত হও
আর কামার্ত হয় তোমার শিশ্ন
তাই কাম-বা কামনায় জ্বলে জ্বলে তুমি হচ্ছো আরো কামার্ত
সাবধান!!
যবনিকা পতন
এবার নাটক শুরু
কিনবা নাটকের শেষ
নাটকের মাঝে দৃশ্যপট পরিবর্তন
আর রিপুর খেলা-এবং রিপুর মাঝে আত্মসমর্পন
এবং উচ্ছন্নে যাওয়া-
বুঝতে পেরেছো ? ? ?
দৃশ্যপট ৩
চোখ দুটো বুজে - নিজেকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে এবার বিচার করো
বিবেকটা কোথায় ছিলো এতদিন?
বুকের পাঁজরে-কিনবা মস্তিষ্কের ভেতর
নেই-নেই কোন খানেই নেই
হারিয়ে গিয়েছে শেষ মঞ্চায়নের পর্দার আড়ালে
সেখানে অভিনেতা ছিলো -অভিনেত্রি ছিলো
দর্শক ছিলো
কিন্তু কোন যবনিকা ছিলোনা-
কোন আলো ছিলোনা
কোন শব্দ ছিলোনা
তাই আধারের ভেতর থেকে শুকরের মত কিনবা বিশাল হিংস্র
বা হিংস্রতর কোন পশুর মত অবিবেচক হয়ে ধর্ষনদৃষ্য দেখে
হেসেছিলো -দাঁতের পাটি বের করে
কিনবা হয়েছিলো ধর্ষনকারী
তাই তোমার বিবেকটা- নেই। ।
দৃশ্যপট ৫
তোমার ভেতর এত লোভ কেন?
কোথায় ছিলো তোমার জন্মের সময় এত লোভ?
কোথায় ছিলো?-কোথায়?
ছোট ছিলে ভাল ছিলে-
বড় হতে হতে তোমার লোভ বেড়ে গেল কেন?
কেন?
জানোনা-বাল্যশিক্ষা বইয়ে আছে-
"লোভে পাপ-পাপে মৃত্যু"???
তোমার চোখের মনিগুলো তবে কেন লোভে চকচক করে?
কেন লোভে শুকিয়ে আসে -জিহবা-বুক...
দিন দিন যে তুমি লোভের কাছে হেরে যাচ্ছো
বুঝতে পারছো?
দৃশ্যপট ১
কোথায় তুমি?
আমি তো তোমাকে দেখতে পাচ্ছিনা-দেখছি তোমার কালো ছায়া
তোমার ছায়ার চোখে কাম-
কামে তেলতেলে হাত-পা জঠর-আর মেরুদন্ড
তুমি বা তোমার ঐ গোপন অংগ তাই কামে কামে
বেড়ে ওঠে -দাঁড়ায় বা বসে-বা শুয়ে পড়ে
তুমি কামার্ত হও
আর কামার্ত হয় তোমার শিশ্ন
তাই কাম-বা কামনায় জ্বলে জ্বলে তুমি হচ্ছো আরো কামার্ত
সাবধান!!
যবনিকা পতন
এবার নাটক শুরু
কিনবা নাটকের শেষ
নাটকের মাঝে দৃশ্যপট পরিবর্তন
আর রিপুর খেলা-এবং রিপুর মাঝে আত্মসমর্পন
এবং উচ্ছন্নে যাওয়া-
বুঝতে পেরেছো ? ? ?
No comments:
Post a Comment