Saturday, April 9, 2011

আত্মপরিচয় ১- আয়নার ভেতর আমি

আবার আয়নাটা সামনে এসে গেল
সেখানে আমি -নাকি আমার ছায়া?
অনায়াসে হাসে -ভেংচি কাটে আমাকে আমার মতোই
শুধু দেখিনি ওকে চোখ বুজলেই আমার মতোই চোখ বুজে
আমার চিন্তা -আমার চেতনা কি সে পেয়েছে? জানতে পেরেছে?
আমি তখন জানতে চাই খুব করে-
আয়নার ভেতর আমি -নাকি আয়নটা আমার ভেতর???

দৃশ্যপট অগনিত

জানার আগেই জবনিকা পতন
আমি আবার আমার সামনে -আমি সেই আমি
যে আমি আমার মত থাকতে চেয়েছিলাম-
সেই আমি এখন আমার সামনে-আয়নার ভেতর
আমার চোখ কান হাত মুখ সবই আমার মত
শুধু আমার বিবেকটা নেই-সেটা দৃশ্য বন্দী
আমাকে কোন এক অদৃশ্য বিচারের সাজা পেয়ে
আয়নার বাইরে আমার মত হাসতে হয়
কাঁদতে হয়
আমাকে ভেংচি কাটতে হয়
তাই আমি এখন একটা পুতুল মাত্র
যার কোন ছায়া নেই-
ছায়া আছে বাইরের মানুষটার-সেটা একটা কালো ছায়া
যা ছায়ার মাঝে মিশে আছে কামনা-বাসনা আর লালসা
আমি সেই ছায়ার অধিকার রাখিনা
আমি আমার মতোই ছায়াহীন এক জগতে
আমার আপন শরীরের নষ্ট হয়ে যাওয়া দেখি-অনেক দুর থেকে
কিছুই আমার করার থাকেনা
কারণ-বাইরের শরীরের মন -আমার কথা শোনেনা।
আমাকেই তার ইচ্ছা মত চলতে হয়।

No comments:

Post a Comment