এখানে মানুষ গুলো পশুর মত হয়ে পড়ছে দিনকে দিন
চারিদিকে অস্ত্র-গোলা-আর মৃত্যু
মৃত্যু-নাকি মরা লাশ- পুড়ছে যেখানে-পরদিন সবাই সেখানে সাজাচ্ছে
নিজেদের সজারুর মত-পিঠবোঝাই পাপ
হাতে অস্ত্র-এবং গোলা-
এখানে এখন রাত হলে ভোর আসেনা সহজে-
ধর্ষনকারীর নগ্ন চিৎকার শুনতে শুনতে এখানে এখন সবাই লালসার শিকার
আকাশের তারারা মিশছে গিয়ে তেপান্তরে
এবং কেউ নেই কারো দিকে চেয়ে
যার যা খুশি সে তাই করছে
কেউ ক্ষমতা দিয়ে দখল করে চলেছে একটার পর একটা খুঁটি
কেউ চিৎকার করে উল্লসিত এই মাত্র খুন করে এসে
কেউ হটাৎ দাঁড়ি গোফ-জাত মান হারিয়ে বসে থাকে নির্বিকার
চারপাশে কত ঘটনা-
অথচ আমি নির্বিকার
কারণ এতে আমার কিছুই যায় আসেনা
একজন ফেলানি গুলি খেয়ে মরলে আমার কিছু যায় আসেনা
একজন কাজের মেয়ে হাসিনা খুনতি পোড়া খেয়ে মরে গেলে
একজন কিশোর লিমনকে র্যাবের গুলি খেয়ে পা হারাতে হলে
কিনবা একদল বাউলকে দাড়িগোফ কেটে তওবা করালে
আমার কিছুই যায় আসেনা
আমার এখন সব অনুভুতি ভোঁতা হয়ে গেছে
আমি এখন সবার মতোই কুনোব্যাঙ
কুনো হয়ে থাকি-কুনো হয়েই বেঁচে থাকতে চাই।।
চারিদিকে অস্ত্র-গোলা-আর মৃত্যু
মৃত্যু-নাকি মরা লাশ- পুড়ছে যেখানে-পরদিন সবাই সেখানে সাজাচ্ছে
নিজেদের সজারুর মত-পিঠবোঝাই পাপ
হাতে অস্ত্র-এবং গোলা-
এখানে এখন রাত হলে ভোর আসেনা সহজে-
ধর্ষনকারীর নগ্ন চিৎকার শুনতে শুনতে এখানে এখন সবাই লালসার শিকার
আকাশের তারারা মিশছে গিয়ে তেপান্তরে
এবং কেউ নেই কারো দিকে চেয়ে
যার যা খুশি সে তাই করছে
কেউ ক্ষমতা দিয়ে দখল করে চলেছে একটার পর একটা খুঁটি
কেউ চিৎকার করে উল্লসিত এই মাত্র খুন করে এসে
কেউ হটাৎ দাঁড়ি গোফ-জাত মান হারিয়ে বসে থাকে নির্বিকার
চারপাশে কত ঘটনা-
অথচ আমি নির্বিকার
কারণ এতে আমার কিছুই যায় আসেনা
একজন ফেলানি গুলি খেয়ে মরলে আমার কিছু যায় আসেনা
একজন কাজের মেয়ে হাসিনা খুনতি পোড়া খেয়ে মরে গেলে
একজন কিশোর লিমনকে র্যাবের গুলি খেয়ে পা হারাতে হলে
কিনবা একদল বাউলকে দাড়িগোফ কেটে তওবা করালে
আমার কিছুই যায় আসেনা
আমার এখন সব অনুভুতি ভোঁতা হয়ে গেছে
আমি এখন সবার মতোই কুনোব্যাঙ
কুনো হয়ে থাকি-কুনো হয়েই বেঁচে থাকতে চাই।।
No comments:
Post a Comment