এবং আরেকটি সূর্যাস্তের পর আরেকটি বছর চলে যাবে বিস্মৃতির আড়ালে
হয়তো কোনদিন ফিরে আসবেনা স্মৃতির মনি কোঠায়
হয়তো পা হাড়ানো লিমনকে কোনদিন মনে পড়বেনা নতুনের আড়ম্বরে
নিজেদের মাঝে নিজেদের ব্যস্ত হয়ে যাওয়ার জন্যই হয়তো আমরা
এরকম উৎসব করি-এবং হারিয়ে যাই আনন্দে
কিন্তু ভেবে দেখেছ কি হে মানব সন্তান লিমনের যায়গায় তুমি ও তো
হারাতে পারতে তোমার পা
কিনবা সেই ফেলানির যায়গায় তুমি ও তো থাকতে পারতে
আজ হাসপাতালের বেডে কাতড়ে মরা কাজের মেয়ে হাসিনা তো
তোমার ও মেয়ে হতে পারতো-কিনবা তোমারই বোন...
লিমন-হাসিনা-ফেলানির মত নাম না জানা আরো অনেকেই একদিন
আসলেই হারিয়ে যাবে-হারিয়ে যাবে বিস্মৃতিতে
যেমন মরে গেলেই হারাবো আমরাও।।
হয়তো কোনদিন ফিরে আসবেনা স্মৃতির মনি কোঠায়
হয়তো পা হাড়ানো লিমনকে কোনদিন মনে পড়বেনা নতুনের আড়ম্বরে
নিজেদের মাঝে নিজেদের ব্যস্ত হয়ে যাওয়ার জন্যই হয়তো আমরা
এরকম উৎসব করি-এবং হারিয়ে যাই আনন্দে
কিন্তু ভেবে দেখেছ কি হে মানব সন্তান লিমনের যায়গায় তুমি ও তো
হারাতে পারতে তোমার পা
কিনবা সেই ফেলানির যায়গায় তুমি ও তো থাকতে পারতে
আজ হাসপাতালের বেডে কাতড়ে মরা কাজের মেয়ে হাসিনা তো
তোমার ও মেয়ে হতে পারতো-কিনবা তোমারই বোন...
লিমন-হাসিনা-ফেলানির মত নাম না জানা আরো অনেকেই একদিন
আসলেই হারিয়ে যাবে-হারিয়ে যাবে বিস্মৃতিতে
যেমন মরে গেলেই হারাবো আমরাও।।
No comments:
Post a Comment