চারপাশে স্বার্থের দেয়াল
দেয়ালে বড় বড় পোকা
পোকা নাকি টিকটিকি?
নাহ- ওগুলো স্বার্থপরের দল
মাঝে আমি -
একা খুব একা-
নিজেই নিজেকে নিয়ে- আরেকটা স্বার্থপরের মতন
আমার জানালা জুড়ে ত্রয়োদশীর চাঁদ
একা খুব একা
হাজারো তারা আকাশে
সাথে তুলো তুলো মেঘ
একা সবাই একা
নিজের নিজের রাজ্যে
স্বার্থপর আমি দেখে যাই-
মনে মনে গিলে যাই অস্থির দৃশ্যপট
সাথে বেদনার লাল লাল রং
কাঁপে-কেঁপে কেঁপে ওঠে
একা খুব একা
কাল্পনিক শব্দের এক মহানিনাদ
কানে লাগে খুব
কানে লাগে...
কেউ শোনেনা
সবাই ব্যস্থ-শুধু নিজেকে নিয়ে
টিকটিকির মত-
কিনবা কোন এক অদ্ভুত প্রাণী
ভালবাসা-মায়া বিহীন
এবং সবাই একা
খুব একা।
নাহ- আর এভাবে থাকা যায়না
আর পারিনা আমি এভাবে একা একা থাকতে
আর আমার মাথার উপর গড়বেনা আকন্ঠ বেদনা
আর আমার হাতে এসে পড়বেনা স্বার্থের চোরাবালি
আমি আজ নির্বাসনে যাব
আমি আজ নিবাসনে যাব-শুধু নিজেকে চিনবো বলে
আমি আজ নির্বাসনে যাব - শুধু নিজেকে জানবো বলে
তাই
হাত বাড়িয়ে আমি টিকটিকি সরাই
হাত বাড়িয়ে আমি কিটপতন্গ সরাই
হাত বাড়িয়ে আমি বিকলান্গ জীব সরাই
স্বার্থপর সব সামাজিক কীটপতন্গ
আর আমি এখানে থাকবোনা
আমাকে ঐ শন্খ নদীর তীর হাত বাড়িয়ে ডাকছে
আমাকে ডাকছে ঐ ডাহুক পাখি-লেজ নাচিয়ে
আমাকে ডাকছে ঐ দুর নীল পাহাড়ি বন
আমি ওদের সাথে নির্বাসনে যাব
আমি ওদের মাঝে নির্বাসনে যাব।।
No comments:
Post a Comment