Monday, June 13, 2011

নারী- তোমার জন্য



তুমি না নারী হতে চেয়েছিলে?
স্বামী সন্তান নিয়ে খুব পরিপাটি কোন এক সংসারে
চেয়েছিলে তোমার হাতে খাবার না খেয়ে
তোমার স্বামী কোথাও যাবেনা
কিচ্ছু খাবেনা-
তোমার ছেলে তোমাকে মা মা-ডেকে অস্থির করে তুলবে
তাতে আনন্দ হবে তোমার
জানিনা পেয়েছ নাকি তুমি সেই স্বপ্নগুলো সত্যি করে হাতের মুঠোয়?

যদি পেয়ে থাকো?
তবে কেন আজ তোমার এই কান্না হে নারী
তোমার স্বামী যে এক জন পুরুষ তুমি ভুলে গিয়েছিলে
ভুলেগিয়েছিলে- ভালবাসে সে যতটুকু-
লালসায় তার চেয়ে পাশু ছিল সে আর অনেক বেশি
তাই প্রতিদিন ভোরে সে জগিং এর নাম করে
চলে যায় তার নতুন প্রেমিকার কাছে
হাতে হাতে ধরে গল্প করে -
হাতের আঙ্গুল নিয়ে খেলে - চুলের খোঁপা নিয়ে খেলে
একদিন যেভাবে- হে নারী তোমার হাত নিয়ে খেলত সে পুরুষ।

তুমি দুঃখ পাও-তুমি কষ্ট পাও
তুমি কান্নায় ভেংগে পড়ার আগে জেনে নিও
যে সন্তানকে তুমি জন্ম দিয়েছ- সে
শুধু সে নয়- তার সাথে আরও গুটি কয়েক সন্তান
সবাই একসাথে গোল হয়ে বসে
তারপর সুখটান দেয় সিগারেটে
একটু পর সবাই মিলে ঝাপিয়ে পড়ে
কোন এক রমণীর উপর
সে ও তো পুরুষ - তুমি ভুলে গিয়েছিলে

তুমি ভুলে গিয়েছিলে-
এ সংসার নারীদের জন্য নয়
এ দেশ নারীদের জন্য নয়
এ জগৎ নারীদের জন্য নয়
এ পৃথিবী নারী দের জন্য নয়
এ ব্রহ্মাণ্ড নারীদের জন্য নয়
পারো তো অন্য কোথাও যাও
এখানে সুখের দেখা তুমি পাবেনা।।

1 comment: