Saturday, July 16, 2011

▓▓▓▓▓▓একদিন এক নিঃস্বার্থ মিছিলে ▓▓▓▓▓▓

এরকম ঘটনা ঘটার কথাই ছিল
কোন এক মিছিলে লাঠি চলবে- টিয়ার গ্যাস চলবে
চলবে কাদুনে বোমা- সবাই কাঁদবে এবং কাঁদাবে
একদল আরেক দলের বিরুদ্ধে-
একজন শিঊলিকে টেনে হিচড়ে কাপড় খুলে ফেলেছে কেউ
বের হয়ে পড়েছে তার বক্ষদেশ-
যুদ্ধ- নাকি হাতাহাতি-
কেউ জানেনা-
কেউ একজন হেটে যায়- তাকেও খেতে হয় মোটা তেল মাখা
লাঠির বাড়ি
কিনবা টিয়ার গ্যাসের ঝাঁজ - কিনবা বড় শক্ত রাবার বুলেট।

বুকের কাছে থেতলে যায় আব্দুর রবের -হাটুর ঊপর কেউ মেরেছিল

থেমে গেছে রক্তগুলো- কালচে পুটলি কিনবা সোদা রক্তাভ
কেউ দেখেনা- কেউ পড়ি মড়ি করে ছুটে
কেউ চিতপাট হয়ে ছুটে
কেউ হাহুতাস করে ছুটে
কেউ চিৎকার করে ছুটে
তারপর রাস্তায় পড়ে থাকা রক্তের স্বাদ নিতে ছুটে আসে একদল কুকুর
তারা চেটেপুটে খায় রক্ত- তারা কুকুরের মত কিনবা কুকুরির মত
চেটে পুটে খায় রক্ত

একজন প্ল্যাকার্ড ছাপিয়েছিল- হাতে এখন ও বাঁশের ছাপ রয়ে গেছে

প্ল্যাকার্ড নেই-
কবেই তা ছিড়ে আগুনে দিয়েছে দাঙ্গা পুলিশ
কিনবা একদল রোবট পুলিশ
কেউ কেউ পাথর ছুড়েছিল পরম ভালবাসায়
ওরা বোঝেনি- ওরা তাতেই ক্ষেপে গিয়ে ছুড়েছিল রাবার বুলেট।

ফাঁকা রাস্তা- শুনশান নিরবতা-

রাত হলে ডাকতে ভুলে যেত ঝিঝি পোকারাও
একটা রক্তের স্তুপের পাশে একটা ইদুর
দাঁত বের করে হাসে
ওদের কান্ড দেখে হাসে- আর চেটে পুটে প্রায় জমে যাওয়া রক্ত খায়
ওটা আন্দোলন কারী দের রক্ত-
ওটা মিছিল কারীদের রক্ত
শাসকের রক্ত রাজপথে থাকেনা-
থাকে কোন এক নামী দামী ক্লিনিকে
ওদের দাম বড্ড বেশি-
ওরা যখন ক্ষমতার মাঝে থাকে -
তখন ওদের কোথায় মার খায় আন্দোলন কারীরা
আবার ক্ষমতা ছেড়ে গেলেই নিজেরা খায়-
তাই হয়ত ওরা বড় বড় হাসপাতালে ক্ষমতার রক্ত জমাট রাখে
ওরা ভয় পায়- ওরা ভীত কিনবা দূর দূর বক্ষে কাঁপতে থাকা শিশু
গদির লোভে ভুলে যায়- মাত্র ৫ বছরের স্বাদ নিয়ে
বেঁচে থাকতে হবে আরো পাচটা বছর
কে জানে- হয়ত আর ও পাঁচ বছর
তাই ওরা ভয় পায় মিছিলে
ওরা ভয় পায় শ্লোগানে-

একদল হটাত মিছিল করে উঠে-

দেশের সম্পদ বিদেশে দেয়া চলবে না চলবে না

কে শোনে কার কথা
শুধু কথা শুনে কনস্টেবল- তার ওয়াকিটকি বেজে ওঠে
তার ওয়াকিটকি কথা বলে ওঠে
তার মাথার ভেতর দৃশ্যপরিচালনা কারী কথা বলে উঠে
"ওদের মারো- ওদের মারো ওদের মারতে মারতে গাড়িতে তোল "

তারপর একদল রোবট পুলিশ মারতে থাকে

একদল দাঙ্গা পুলিশ মারতে থাকে
একদল মহিলা পুলিশ মারতে থাকে
আর মার খেতে খেতে ছত্রভংগ হয় একদল মিছিলের সন্ন্যাসী
কাদুনে বোমায় কেঁদে ওঠে একদল কিশোর কিশোরী

আজ তারা দেশের জন্য এসেছিল

আজ তারা দেশের স্বার্থে এসেছিল
কারো ক্ষমতার স্বার্থে আসেনি
কারো গদিতে বসতে দেবার জন্য আসেনি ।।

No comments:

Post a Comment