Wednesday, December 28, 2011

◆◆◆যেভাবে হয়েছিল ভালবাসা ◆◆◆


মনের ভেতরে বেজে উঠেছিল বিনম্র চিৎকার বিষাদের সুর
ভেজে ভেজে চলেছিল শেষ বিকেলের চারুতার পিঠ
ঘামে ভিজে যাওয়া তপ্ত নিশান কিনবা শেষ বিকেলের আলো
কবিতার পংতির মত ভেঙ্গেছিল একাকার হয়ে

কবি কিনবা কবিতার প্রাপ্য ছিলনা কিছুই
কলমের খোঁচায় তৈরি হয় নতুন বুদ্ধিজীবী
নিঃশেষ হয়ে যেতে যেতে আবার নতুন করে শুরু হয় সালোকসংশ্লেষণ
পাতার ভেতরে জেগে জেগে বেঁচে থাকতে চায় আমরন বায়ু প্রাণ

আনারীর মুখে লেগেছিল কলংকের লিপ্সটিক
চুষে খাওয়া শেষ রোদে ভিজে ওঠা বুকে লেপ্টে ছিল শেষ জন্মের ছোয়া
লেহনে লেহনে পিষ্ট হয় জন্মাবতার দাগ কিন্তু বয়েছিল শিরায়
দেখেছিলাম শেষ স্নান শেষে সেমিজের আড়ালে ফুলে ওঠা মাংসপিন্ড

আকাশের বুকে মাথা নত করে থাকে শেষ বিকেলের প্রেমিক প্রেমিকা
চুম্বন শুধু ছিলনা আকাশে- ঠোটের উপর ঠোট উল্টে পাল্টে গিয়েছিল বলে
প্রেমিকা প্রেমিক কে বলেছিল শেষ বার - ভালবাসি ।যেন
কাঠপেন্সিলের কালচে গুড়োর মত ভেসে থাকা বালুকার মাঝে নতুন শিশির

বাধুয়া কিনবা নতুন বালিকার মনের রঙ্গে রাঙ্গানো ঠোট
ঝিলিক হাসির পাখনা মেলানো সুরে বেজে বেজে ওঠে ক্লান্ত সুবোধ
বালিকার নতুন গজানো চুলের ভেতরে যেভাবে চলে যায় পুরুষের হাত
সেভাবেও ভালবাসা হয়েছিল কোনকালে।।

জাফ্রান রঙ মিশে একাকার হয়েছিল সবুজ রঙ এ
লালচে আকাশ হয়েছিল দগ্ধ বিকেল
চিরনবীন মানুষ গুলো হটাত হয়েছিল শিশু
বিধাতা থেকে নিয়ে এসেছিল নবীনতর প্রেম

বিধাতা ভালবেসেছিল মানুষকে
মানুষ গুলো ও বেসেছিল ভাল নিজেদের
জমে থাকা ভালবাসা চুমু খেয়ে চুষে নিতে চেয়েছিল বলে
সিজার কে ভালবেসেছিল ক্লীওপেট্রা

ভালবাসায় সংজ্ঞা মানেনি বয়সের বাঁধ
চিবুকের প্রস্থ মানেনি যৌনতার প্রাপ্তি
জীবন যেখানে মিশেছিল জীবনের খোঁজে
হয়ত সেখানেই জন্মেছিল ভালবাসা।।

No comments:

Post a Comment