Tuesday, January 3, 2012

নষ্ট কবি

আমি নষ্ট ছিলাম সেই নষ্ট কালের আগে
আমি নষ্ট ছিলাম সেই নষ্ট দিনের শেষে
এই নষ্ট সমাজে - আমি একটি শিশুর মুখে হাসি দেখব বলে
আমি নষ্ট হয়েছিলাম
একজন বৃদ্ধ মানুষ একদিন -শুধু একদিন সুখে থাকবে বলে
আমি নষ্ট হয়েছিলাম
এই সমাজে সকল অনাচার অবিচার থেমে যাবে বলে
আমি নষ্ট হয়েছিলাম

আমি নষ্ট সময়ের প্রানী
আমি নষ্ট সময়ের মাঝে বন্দী প্রানী
এই খাচার ভেতর থেকে গুমড়ে না মরে
আমি চিৎকার করি বলেই
নিজেকে নষ্ট ঘোষনা করেছিলাম জন্মকালে
এবং সেই থেকে
আমি নষ্ট
সেই থেকে আমি এই নষ্ট সময়ের কবি

No comments:

Post a Comment